নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশ : 2023-10-22 15:51:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২২অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার আয়োজনে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বগুড়া-নাটোর মহাড়ক প্রদক্ষিণ করে। 

এরপর কুন্দারহাট বাসস্ট্যান্ডে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু ও আনিছুর রহমান প্রমুখ। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন, যানবাহন চলন্ত অবস্থায় কোনো মতেই যাত্রী ওঠা-নামা করা যাবে না। আর কোনো থ্রি হুইলার যেনো মহাসড়কে না ওঠে সে বিষয়ে সবার সচেতন থাকতে হবে। আমরা সবাই সড়ক দুর্ঘটনা রোধে আন্তরিকভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। 


কা/আ