নন্দীগ্রামে ছাত্রদলের উদ্যোগে 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 

প্রকাশ : 2026-01-10 18:31:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ছাত্রদলের উদ্যোগে 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের উদ্যোগে 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামীদিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করাসহ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের সহসভাপতি নবীর শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। 

এতে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল বারী শামীম, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদসহ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ওয়ার্ড ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

বক্তারা বলেন, ছাত্রদল গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের নেতাকর্মীদের আরো সংগঠিত, সচেতন ও প্রশিক্ষিত হতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে।