নন্দীগ্রামে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-12-08 17:46:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপালপুর কিশোর ক্লাবের আয়োজনে এ ফুটবল প্রতিযোগিতায় আবাদপুকুর একাদশকে ১-০ গোলে হারিয়ে হাটকড়ই শেখ রাসেল ক্রীড়া সংঘ জয়লাভ করে। চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা শেষে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিকুঞ্জ চন্দ্র, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও ইউপি সদস্য ফজলুর রহমান প্রমুখ। পরে পুরস্কার বিতরণ করা হয়।