নন্দীগ্রামে গাঁজা সেবনের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

প্রকাশ : 2022-07-18 19:48:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে গাঁজা সেবনের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবনের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দিবাগত রাতে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের আলীর বটতলা হতে গাঁজা সেবনের সময় পারশুন গ্রামের রেজাউল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক, রথীন্দ্রনাথ প্রামাণিকের ছেলে মিলন চন্দ্র, নৃপেন চন্দ্র মাঝির ছেলে আকাশ চন্দ্র মাঝি ও রাধানাথের ছেলে রামকৃষ্ণ চন্দ্রকে গ্রেপ্তার করে। 

অপরদিকে থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে একই রাতে নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর গ্রাম হতে গাঁজা সেবনকালে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার  তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।