নন্দীগ্রামে গলায় ভাত আটকে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : 2022-09-20 19:32:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে গলায় ভাত আটকে আফতাব আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের মৃত ছবের আলীর ছেলে। মঙ্গলবার বেলা ১১ টারদিকে সিংজানী গ্রামে ঘটনাটি ঘটে। জানা গেছে, শ্রমিক আফতাব আলী মঙ্গলবার সকালে বাড়ি হতে ভাত সেজে নিয়ে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামে ঢালাই কাজে যোগ দেয়। বেলা ১১ টারদিকে সেখানে ভাত খাওয়ার সময় হঠাৎ গলায় ভাত আটকে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।