নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

প্রকাশ : 2025-10-28 12:37:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে বলরাম কুমার (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইছবপুর গ্রামে। 

জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে বলরাম কুমার শয়ন ঘরের তীরের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ইছবপুর গ্রামের মৃত বনমালীর ছেলে। ঘটনার পর তার মা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে ডাক-চিৎকার করিলে প্রতিবেশী লোকজন এসে ঘরের দরজা ভেঙে বলরাম কুমারের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে দড়ি কেটে লাশ নিচে নামিয়ে রাখে। 

এরপর থানা পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে। এসআই আমির হোসন লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করেন। তার আত্মহত্যার বিষয়ে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়। স্থানীয়রা জানান, সে আনুমানিক ১৫ বছর যাবৎ মানসিক অসুস্থ অবস্থায় জীবনযাপন করছিলো।