নন্দীগ্রামে কড়ইহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-03-23 18:49:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে কড়ইহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম বেনজিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুছ আলী। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।