নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানায় 'ওপেন হাউস ডে' অনুষ্ঠিত 

প্রকাশ : 2024-05-16 18:12:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানায় 'ওপেন হাউস ডে' অনুষ্ঠিত 

বগুড়া-নাটোর মহাসড়কে সকল দূর্ঘটনা, অপরাধ এড়াতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যানবাহনের চালক, হেলপার ও জনসাধারণকে নিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানায় 'ওপেন হাউস ডে' অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কুন্দারহাট হাইওয়ে থানা চত্বরে কুন্দারহাট হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এবং উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেলের সভাপতিত্বে ও কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ও খোরশেদ আলম প্রমুখ।