নন্দীগ্রামে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
প্রকাশ : 2022-10-29 14:34:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে নন্দীগ্রাম থানা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদ¶িণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক, ব্যবসায়ী আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা ও ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার উপপরিদর্শক বিকাশ চক্রবর্তী।