নন্দীগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশ : 2024-04-17 14:07:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ।

 

সান