নন্দীগ্রামে এতিমখানা ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

প্রকাশ : 2025-12-14 11:48:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে এতিমখানা ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ার মিফ্তাহুল উলুম এতিমখানা ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম কলেজপাড়া মেফ্তাহুল উলুম এতিমখানা ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শাবান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, এলাকার যেকোনো প্রতিষ্ঠান স্থাপন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি আগে থেকেই গুরুত্ব দিয়ে আসছি। আগামীদিনেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্ব দিবো ইনশাআল্লাহ। 

কা/আ