নন্দীগ্রামে এক ফিলিং স্টেশন ও দুই হোটেল মালিককে জরিমানা
প্রকাশ : 2022-08-18 15:50:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারের চৌধুরী ফিলিং স্টেশনে তেল বিক্রয়ে ওজন কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং ওজন কম দেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষক্ষণ আইনে সাকিব হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা ও ভাই বোন হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতের ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত বলেন, চৌধুরী ফিলিং স্টেশন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লংঘণ করায় ৫০ হাজার টাকা জরিমানা ও দুইটি হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার অন্য তিনটি ফিলিং স্টেশনে পরিমাপ ঠিক পাওয়া যায়।