নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
প্রকাশ : 2021-11-05 18:09:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই খাইরুল ইসলাম ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৩ টারদিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামের আব্দুল বারীকের ছেলে ফারুক হোসেন (২৯) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার কাছে মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৭৭০ টাকা পাওয়া যায়। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং চলবে। মাদককারবারি কাউকে ছাড় দেওয়া হবে না।