নন্দীগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : 2023-01-24 12:30:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার খাসপাড়ার শাহজাহান আলীর ছেলে সুলতান হোসেন (২৬), ধুন্দার স্কুলপাড়ার রফিকুল ইসলামের ছেলে আলী আজম (২২) ও আব্দুল কুদ্দুসের ছেলে জাকারিয়া হোসেন (১৯)। সোমবার (২৩ জানুয়ারি) সকালে থানার উপপরিদর্শক শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ধুন্দার গ্রামে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা পুলিশ আসামিদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।