নন্দীগ্রামে ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

প্রকাশ : 2025-10-22 21:20:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে আব্দুল করিম (৪০) নামে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের থালতাপাড়া এলাকায়। জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতের যেকোনো সময় থালতাপাড়া এলাকায় ইজিবাইক চালক আব্দুল করিমকে অজ্ঞান করে দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। 

আব্দুল করিম শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে। সে বিভিন্ন সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো।পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আব্দুল করিম প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। ঘটনার দিন রাত গভীর হলেও সে আর বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরদিন অর্থাৎ বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলার থালতাপাড়া এলাকায় রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। প্রথমে তার পরিচয় না পাওয়া গেলে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ একটি পোস্ট দিলে আব্দুল করিমের স্বজনরা পোস্টটি দেখে তাকে সনাক্ত করে। বর্তমানে আব্দুল করিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত বলে জানা যায়। 

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিরুল ইসলাম বলেন, অচেতন অবস্থায় ইজিবাইক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার স্বজনরা হাসপাতালে পৌঁছে তাকে নিজেদের জিম্মায় নিয়েছে। ইজিবাইকটি উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।