নন্দীগ্রামে আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশ : 2025-04-23 18:06:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা গ্রামে রাজস্ব তহবিলের অর্থায়নে ৩১৫ ফুট আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল। 

সেসময় তিনি বলেন, এই ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা এলাকার জনগণের যাতায়াত সহজতর করবে এবং বর্ষা মৌসুমে কাদার দুর্ভোগ দূর করবে। সেসময় নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।