নন্দীগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
প্রকাশ : 2022-09-05 18:50:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে শাহ আলম (৪০) নামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টমুলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহ আলমকে তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করে। সে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কুচমা গ্রামের হযরত আলীর ছেলে। উক্ত শাহ আলম দীর্ঘদিন পলাতক ছিলো। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ সেপ্টেম্বর) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।