নন্দীগ্রামে আইন অমান্য করায় বেকারি মালিককে জরিমানা

প্রকাশ : 2026-01-21 12:31:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে আইন অমান্য করায় বেকারি মালিককে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করায় তিশা বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তিশা বেকারিতে অভিযান চালায়। 

উক্ত বেকারিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, রুটি উৎপাদন, বাজারজাত পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য উল্লেখ না থাকার প্রমাণ পাওয়ায় সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিশা বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন খন্দকার। এতে সহযোগিতা করেন থানা পুলিশ। 

এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ বিষয়ে তিনি বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন ও বিপণনে আইন মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।