নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : 2024-12-22 11:20:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা মাঠে একজন ৩ ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভেকু মেশিন চালক নওগাঁ জেলার আত্রাই উপজেলার নওদুলী গ্রামের আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম (৫০)।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, ৩ ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে পুকুর খনন করা অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, কোথায় অবৈধভাবে পুকুর খনন করা হলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কা/আ