নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা 

প্রকাশ : 2024-12-22 11:20:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা 

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা মাঠে একজন ৩ ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভেকু মেশিন চালক নওগাঁ জেলার আত্রাই উপজেলার নওদুলী গ্রামের আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম (৫০)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, ৩ ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে পুকুর খনন করা অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, কোথায় অবৈধভাবে পুকুর খনন করা হলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


কা/আ