নন্দীগ্রামে অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত  

প্রকাশ : 2022-03-07 19:52:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত  

বগুড়ার নন্দীগ্রামে অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আবু জাফর (৫০) নামে একজন নিহত হয়েছে। সে উপজেলার ফোকপাল গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। জানা গেছে, সোমবার (৭ মার্চ) সকাল আনুমানিক ১০ টারদিকে বগুড়া-নাটোর মহাসড়কের দামগাড়া নামক স্থানে অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে মোটরসাইকেল আরোহী আবু জাফর ও ভ্যান যাত্রী খদিজা বেগম (৩০) গুরুতর আহত হয়। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এবং নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে ওই দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১২ টারদিকে আবু জাফরের মৃত্যু ঘটে। আহত খাদিজা বেগম নন্দীগ্রাম দক্ষিণপাড়ার রতন আলীর স্ত্রী। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।