নতুন রাজনীতির সাথে পরিচিত হবে নইলে আওয়ামীলীগের মত আমাদের প্রত্যাখান করবে জনগণ: নওশাদ জমির       

প্রকাশ : 2024-08-31 17:54:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নতুন রাজনীতির সাথে পরিচিত হবে নইলে আওয়ামীলীগের মত আমাদের প্রত্যাখান করবে জনগণ: নওশাদ জমির       

কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেনরাস্তা দখল করে মিছিল ও ফুল দেয়ার রাজনীতি বাদ দিয়ে চিন্তার পরিবর্তন আনতে হবে। এগুলো পুরনো রাজনীতি। এগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার আগে। তাদের সুযোগ সুবিধা আগে। আমাদের রাজনৈতিক দলগুলো নতুন এই রাজনীতির সাথে পরিচিত হতে হবে। আর আমরা যদি নতুন এই রাজনীতির সাথে পরিচিত না হই তাহলে মানুষ আমাদেরকেও আওয়ামীলীগের মতো প্রত্যাখান করবে।

 তিনি শনিবার(৩০আগষ্ট) বিকেলে পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নওশাদ জমির বলেন,এগুলো পুরনো রাজনীতি। এগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার আগে। তাদের সুযোগ সুবিধা আগে। আমাদের রাজনৈতিক দলগুলো নতুন এই রাজনীতির সাথে পরিচিত হতে হবে। আর আমরা যদি নতুন এই রাজনীতির সাথে পরিচিত না হই তাহলে মানুষ আমাদেরকেও আওয়ামীলীগের মতো প্রত্যাখান করবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশে একটা নতুন সংবিধান হওয়া প্রয়োজন। যাতে পুরনো গ্লানি ও বৈষম্য দূর করে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারি।

দেশের সব ধর্মের মানুষের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে জাতীয় টেলিভিশনের শুরু হয় প্রত্যেক ধর্মীয় গ্রন্থের পাঠ দিয়ে। এছাড়া আমাদের দেশে প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় উৎসবের জন্য ছুটি দেয়া হয়। এটা অন্য কোথাও নেই। আমরা সম্প্রদায়িক সম্প্রীতে বিশ^াসী। আমাদের জাতীয়তা বাংলাদেশি। আমাদের বৈষম্য করার সুযোগ নেই। আমাদের দলের লোকজন আপনাদের ঘরবাড়ি ও মন্দির পাহাড়া দিয়েছে। আপনাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। এছাড়া যারা কারো প্রতি ব্যক্তি আক্রোশ ঘরবাড়ি বা সম্পদ নষ্ট করবে তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই বা থাকবে না। দলের কেউ এমন কাজ করলে তাকে বহিষ্কার করা হবে।

দলের বিরুদ্ধে এখনো নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ব্যরিষ্টার নওশাদ জমির।অনুষ্ঠানে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মনোরঞ্জন বনিক, স্কুল শিক্ষক অসীম কুমার দত্তসহ সনাতন ধর্মালম্বী নেতারা বক্তব্য রাখেন।