নতুন দল গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরিপ শুরু

প্রকাশ : 2025-02-12 14:20:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নতুন দল গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরিপ শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জনমত জরিপ ও মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচে ও সেন্ট্রাল লাইব্রেরির সামনে বুথ নিয়ে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে শিক্ষার্থীরা আসছেন এবং নতুন রাজনৈতিক দল গঠনে বিভিন্ন লিখিত পরামর্শ দিচ্ছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি বুথে এই ক্যাম্পেইন চালাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ সারাদিন এই ক্যাম্পেইন চলমান থাকবে।

জরিপে নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, প্রতীক কি হবে, কি হবে মতুন দলের ম্যান্ডেট ও কর্মসূচি- ইত্যাদি বিষয় জানতে চাওয়া হচ্ছে। তাছাড়া, দেশ পরিবর্তনে ৩টি পরামর্শও চাওয়া হচ্ছে জরিপে। এরপর সারাদেশে এই জরিপ চালাবে বৈষম্যবিরোধী নেতারা। জরিপ শেষ হলে শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দলের সূচনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। 

তবে বুথগুলোতে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায়নি। খুব কম শিক্ষার্থীই এসে নিজেদের মতামত দিচ্ছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব স্থানে বুথ স্থাপন করা হয়েছে সে কেন্দ্রগুলো হলো- কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ, হল পাড়া।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংস্কৃতিক সেলের সদস্য সাইফুল্লাহ বলেন, আজকে সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। ৬টি বুথে এই কাজ পরিচালনা করা হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে আগামীকাল থেকে সারাদেশেই এই জরিপ শুরু হবে। 

সা/ই