নড়াইলে শিক্ষক হেনস্তা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

প্রকাশ : 2022-06-30 14:06:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নড়াইলে শিক্ষক হেনস্তা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট পূর্ণিমা জাহান বৃহস্পতিবার উচ্চ আদালতে এ রিট দায়ের করেন।

এর আগে গত ২৮ জুন এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন করতে বলেন।

জানা গেছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইল সদরের এক কলেজছাত্রের পোস্টকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পোস্ট দেয়ার পরদিন ওই ছাত্র কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন।

এর মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পাহারায় তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে দাঁড় করিয়ে পুলিশের সামনেই গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়। পরে তাকে পুলিশী হেফাজতে নিয়ে যাওয়া হয়।