নগরকান্দায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বসতবাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট 

প্রকাশ : 2021-11-04 15:45:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নগরকান্দায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বসতবাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। এসময় হামলাকারীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ইমাম-উল ইসলাম।

জানাযায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতিকের) চেয়ারম্যান প্রার্থী খন্দকার জাকির হোসেন নিলুর সমর্থকেরা ইউনিয়নের ভাজনকান্দা গ্রামের (আনারস প্রতিকের) সতন্ত্র প্রার্থী মোঃ ইমাম-উল ইসলামের বসতবাড়িতে এ হামলা চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, ঘটনার খবরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

ঘটনার ব্যাপারে জানতে চাইলে, নৌকা প্রতিকের প্রার্থী খন্দকার জাকির হোসেন নিলু বলেন, গতকাল রাতে আমার দলের ৪-৫ জন কর্মী ঐ গ্রামে ভোট চাইতে গেলে স্বতন্ত্র প্রার্থী ইমাম-উলের লোকজন আমার কর্মীদের উপর হামলা চালায় ও তারা নিজেদের বাড়ি নিজেরা ভাংচুর করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা কখনোই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করতে পারি না।