নগরকান্দায় পুলিশের অভিনয়ে মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’
প্রকাশ : 2022-08-25 15:27:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশব্যাপী সাড়া জাগানো বাংলাদেশ পুলিশ থিয়েটারের কালজয়ী নাটক ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি ফরিদপুরের নগরকান্দায় ১০৬ তম মঞ্চস্থ হয়েছে।
নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ও এ উপজেলার কৃতি সন্তান মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় বুধবার ২৪ শে আগষ্ট রাতে জেলা পরিষদ হলরুমে নাটকটি মঞ্চায়ন হয়।
ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা ও পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায়, নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে।
বিশেষ করে ১৪ ই আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ ই আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়। পুলিশ সদস্যদের নিখুঁত অভিনয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি দর্শকরা।
অনুষ্ঠানের প্রথম দিনে সাধারণ দর্শকদের পাশাপাশি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ নাটকটি উপভোগ করেন।
এসময় সাবেক এমপি চৌধুরী জুয়েল বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে। সেই পঁচাত্তরের ১৫ আগস্টের কাকডাকা ভোরে নৃশংসতার ঘটনাটি নতুন প্রজন্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘ বাংলাদেশ পুলিশ সদস্যরা যে হৃদয় বিদারক নাটকটি মঞ্চস্থ করলেন, আসলে মন ছুঁয়ে গেছে। তারা চমৎকারভাবে সব বিষয়গুলো তুলে নিয়ে আসছেন। এ সময় তিনি নাটকটির অভিনয় শিল্পীদের ধন্যবাদ জানান।
নগরকান্দা থানার ওসি মোহাম্মদ হাবিল হোসেন বলেন, ‘নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বার্তাটি দেওয়া। তারা জানে না পঁচাত্তরের ১৫ আগস্টের ভয়াবহতা। অনেকে বইপুস্তক পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তাটি দেশব্যাপী নতুন প্রজন্মকে জানাতে এই আয়োজন করেছে।