ধামালিয়া প্রবাসী কর্তৃক আয়োজিত  টি-20  ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

প্রকাশ : 2026-01-09 18:05:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ধামালিয়া প্রবাসী কর্তৃক আয়োজিত  টি-20  ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

সিরাজদিখানে ধামালিয়া প্রবাসী কর্তৃক আয়োজিত টি-20  ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল  খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল ৩ টায়  সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ধামালিয়া মাঠে ধামালিয়া প্রবাসী কর্তৃক আয়োজিত  টি-20  ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়৷ ধামালিয়া গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে ধামালিয়া গ্রামের যুব সমাজ ১৪ বছর যাবত এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে৷ 

ফাইনাল খেলায় কিংস অফ ধামালিয়া বনাম ইয়াংস্টার ধামালিয়া অংশগ্রহণ করে টসে জিতে কিংস অফ ধামালিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ১৪ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২১ রান নিতে সমর্থ হয় তারা ১২২ রানের টার্গেট তারা করতে নেমে ইয়াংস্টার ধামালিয়া ৭ উইকেট হারিয়ে ১ ওভার ৫ বল হাতে রেখেই বিজয়ী হওয়ার গৌরব অর্জন ইয়াংস্টার ধামালিয়া৷ 

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসি ও ক্রীড়া অনুরাগী সিরাজুল ইসলাম  বেপারী,টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী মোহাম্মদ জাকির হোসেন বেপারি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী কাঞ্চন বেপারী, মধ্যপাড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম বেপারি,মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. মনির হোসেন জুয়েল বেপারি,সমাজ সেবক ফজল শেখ,সমাজসেবক  নেকবর বেপারি৷টুর্নামেন্ট সার্বিক পরিচালনায়  মো সোহাগ,সাকিল বেপারি,ফারুক শেখ,রোমান শেখ,সামিম শেখ, সিজান বেপারী৷