ধামারণে শিশু শিক্ষার্থীদেয় বিদায় সংবর্ধনা-নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ
প্রকাশ : 2021-12-16 09:31:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন । এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো আনিসুর রহমান আনিস কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকমন্ডলীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে সম্মাননা জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সিকদার, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মো. মোতালেব মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির হাওলদার, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম। এ সময় অভিভাবকবৃন্দ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন । পরে ৩৩ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আনিসুর রহমানসহ অতিথিবৃন্দ।
অন্যদিকে শিক্ষা সামগ্রী বিতরন শেষে ধামারণ কাজী বাড়ী জামে মসজিদের ইমাম কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করেন। এরপরই সমাপনী পরীক্ষার বিদায়ী শিক্ষার্থীরা কেক কেটে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ৩৩ জন কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।