ধাপে ধাপে নয় সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে: ইরান

প্রকাশ : 2021-11-27 07:47:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ধাপে ধাপে নয় সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে: ইরান

ইরানের ওপর আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে কার্যকরভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ আহ্বান জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা এমনভাবে প্রত্যাহার করতে হবে যাতে তা যাচাই করে দেখারও সুযোগ থাকে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আগামী ২৯ নভেম্বর পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে তখন এ আহ্বান জানালেন তিনি। ভিয়েনা আলোচনা সফল হলে আমেরিকা ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যেসব জল্পনা তুলে ধরছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন খাতিবজাদে।

তিনি বলেন, সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে এবং এ ব্যাপারে কার্যকর গ্যারান্টিও থাকতে হবে।

ইরানের এই মুখপাত্র বলেন, ভিয়েনা সংলাপে ইরানের মূল লক্ষ্য এদেশের জনগণের ওপর আমেরিকার আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে ইরান ভিয়েনা সংলাপে যোগ দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

গত কয়েকদিন ধরে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রচার করে যাচ্ছে যে, ইরান তার পরমাণু তৎপরতায় কিছু সীমাবদ্ধতা আরোপ করলে আমেরিকা ইরানের জব্দ করা অর্থের একাংশ ছেড়ে দেবে এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় বরং শিথিল করবে।

কিন্তু ইরান সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার ও জব্দ করা সব অর্থ একবারে ছেড়ে দেয়ার দাবিতে অটল রয়েছে। আগামী ২৯ নভেম্বর চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংলাপে বসবে ইরান।