ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন: তারেক রহমান
প্রকাশ : 2026-01-31 10:14:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেই অধিকার ফিরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসির নিজের জীবনকে উৎসর্গ করেছে। এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে। তাদের জীবন উৎসর্গ করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। সেই জন্যই আপনাদের সকলকে অনুরোধ করব ধানের শীষে যেমন সিলটা দিবেন ১২ তারিখে একইসাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না এর সেখানে দয়া করে হ্যা এর পক্ষে আপনারা রায় দিবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, আজকে থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে।
৩১ দফা সংস্কার প্রস্তাব। পরবর্তীতে আমরা দেখলাম অন্তবর্তী সরকার এসে সংস্কার কমিশন করল। বাংলাদেশের কম বেশি সকল রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করল। আমরাও গিয়েছি, সেখানে আমরা আমাদের সংস্কার প্রস্তাব দিয়েছি।আমরা জনগণের সামনে আগেই যে সংস্কার প্রস্তাব দিয়েছি তারাও কমবেশি সেগুলাই রেখেছে। হতে পারে কোনো কোনোটির ব্যাপারে আমাদের সাথে দ্বিমত আছে। কিন্তু আমাদের সাথে যেগুলোর দ্বিমত ছিল তাতে আমরা কোনো লুকুছাপা করিনি। জনগণের সামনে আমরা প্রকাশ্যে বলে দিয়েছি যে কোনটিতে আমরা সম্মতি দিয়েছি কোনটিতে আমরা সম্মতি দেইনি।
তিনি বলেন, এখন প্রিয় ভাই বোনেরা। এই যে ১২ তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন একইসাথে আরেকটি কাজ করতে হবে। ১২ তারিখে ধানের শীষে যেমন সিলটা দিবেন একইসাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না এর সেখানে দয়া করে হ্যাঁ-এর পক্ষে আপনারা রায় দিবেন।
শুরুতে তারেক রহমান বলেন, সবাই বলে, রংপুর গরীব অঞ্চল। আমি মনে করি, এ অঞ্চল সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল, শুধু দরকার সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব। এবং রংপুরের মাটি আবু সাঈদের পবিত্র রক্তে মেশানো মাটি। এ অঞ্চল মূলত কৃষি প্রধান অঞ্চল। এখানকার মানুষ কৃষিনির্ভর। আমরা দেখেছি কীভাবে গত ১৬ বছর এ এলাকার কৃষকরা নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, চব্বিশের জুলাইয়ে তারা যে ত্যাগ করেছেন, তা বৃথা যেতে পারে না। আমাদের যেকোনো মূল্যে সে ত্যাগকে মূল্যায়ন করতে হবে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন, দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ করতে হবে।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, শহীদ জিয়া শাসনভার গ্রহনের আগে এ অঞ্চলে বোরো ধান চাষ হতো না। তরুণরা জানবে না, কিন্তু মুরুব্বিরা জানেন। তার হাত ধরেই এ অঞ্চলে এ ধানের চাষ শুরু হয়েছিল।