ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় মালবাহী ট্রলারডুবি  

প্রকাশ : 2022-07-04 12:00:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় মালবাহী ট্রলারডুবি   

মুন্সিগঞ্জ সিমান্তবর্তী নারায়ণগঞ্জের আলিরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। 

সোমবার (৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিরকাদিম সংলগ্ন নদীর অংশে এ দুর্ঘটনা ঘটে। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তবে এ ঘটনায় ট্রলারটির কেউ নিখোঁজ আছে কিনা সে তথ্য প্রাথমিকভাবে জানা যায়ানি।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ ঢাকা অভিমুখে যাচ্ছিলো। এ সময় মালবাহী ট্রলারটি ঢাকা থেকে মুন্সিগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে মিরকাদিম সংলগ্ন নদীর অংশে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে ট্রলারের কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দুর্ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক কিংবা জব্দ করা যায়নি বলেও জানান তিনি।