ধলেশ্বরীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : 2023-05-02 14:46:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর গেলো রোববার রাত ৯ টার দিকে মো. আমির হামজা (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একই সঙ্গে গোসলে নামা আরেক শিশু রিমনের (৯) লাশ দুই দিন পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হয় ।
গত রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর এলাকায় এ ঘটনা ঘটে। আমির হামজা চান্দেরচর এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে। মো. রিমন একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজিব জানান, আজ সকালে সাড়ে ৬ টায় ঘটনাস্থাল থেকে আধা কিঃমিঃ দূরে রিমনের লাশ নদীতে ভেসে উঠে। এরপর লাশটি উদ্ধার করা হয়। সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল হক জানান, ঘটনার কয়েকঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল আমির হামজার লাশ উদ্ধার করলেও নিখোঁজ ছিল রিমন।
আজ সকালে রিমনের লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।