ধলপুর সিটি পল্লীর বস্তিবাসীদের পুনর্বাসনে ৫ একর জায়গা বরাদ্দ

প্রকাশ : 2025-01-12 13:05:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ধলপুর সিটি পল্লীর বস্তিবাসীদের পুনর্বাসনে ৫ একর জায়গা বরাদ্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ধলপুর সিটি পল্লীর ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদেরকে পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত ৫ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করতে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।

রোববার (১২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি অফিস আদেশ জারি করে এই কমিটিকে অনুমোদন দেন।

সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, গঠিত কমিটি ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করে, পুনর্বাসনের জন্য প্রস্তাব সুপারিশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ শীর্ষক প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে প্রকল্পের সাইটে অবস্থানকারী ধলপুর সিটি পল্লীর ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত ৫ একর জায়গায় তাদের স্থানান্তরের প্রস্তাব চূড়ান্ত করার জন্য কমিটি কাজ করবে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলীকে। কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক।

 

সা/ই