ধর্ষণের দায়ে পঞ্চগড়ে বাবা আমৃত্যু কারাদন্ড প্রদান
প্রকাশ : 2024-06-30 18:57:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে ১৫ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় বাবাসাইফুল ইসলামকে (৪৯) আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৩০ জুন) পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালেরবিচারক, জেলা ও দায়রা জজ বি. এম তারিকুল কবির এই দন্ডাদেশ প্রদান করেছেন। সাইফুলের বাড়ি উপজেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নেরসিপাইপাড়ায়।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণীর পাঁচ ভাইবোনের বাবাএই সাইফুল ইসলাম। সে দ্বিতীয় বিয়ে করায় গত বছরের আগষ্টে সাইফুলের সাথে তরুণীর মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ওই তরুণীসহ ছোট দুই ছেলেকে নিয়ে তাদের মা বাবার বাড়িতে থাকতেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তরুণীর চাচতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবা সাইফুলের বাড়িতে যায় সে। বিয়ের তিনদিন পর ছোট মা বাইরে থাকার সুযোগে সাইফুল তার ঘরেই ঘুমন্ত মেয়েকে ধর্ষণ করে।পরবর্তীতে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে সে।এক পর্যায়ে অন্তঃস্বত্তা হয়ে পড়ে তরুণী। এ ঘটনায় ১৮ নভেম্বর তরুনীর মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারীকর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক শামছুজ্জোহা সরকার গত২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এনিয়ে চেষ্টা করেও রাস্ট্র পক্ষের আইনজীবীর কোন বক্তব্য পাওয়ায় যায়নি।তবে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার আমৃত্যু কারাদন্ডের আদেশেরবিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী আহসান উল্লাহ আলহাবিব লাবু বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।