ধর্ষণচেষ্টার অভিযোগ দিতে গিয়ে নির্যাতনের শিকার, ওসি প্রত্যাহার
প্রকাশ : 2022-08-23 14:46:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেয়ের ধর্ষণচেষ্টার অভিযোগ দিতে থানায় যাওয়া এক ব্যক্তিকে মারধরের করে শিবালয় থানার ওসি শাহিন। এই ঘটনার দুদিন পর তাকে প্রত্যাহার করা হয়েছে।
ওসি মো. শাহিনকে শিবালয় থানা থেকে প্রত্যাহার করে মাদারীপুর জেলায় সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সোমবার এক আদেশে শিবালয় থানার ওসি মো. শাহিনকে মানিকগঞ্জ জেলা থেকে প্রত্যাহার করে মাদারীপুর জেলায় সংযুক্ত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মোহন্ত তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছেন বলে জানান এসপি আজাদ।
তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় কন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাইতে গিয়ে মানিকগঞ্জের শিবালয় থানায় পুলিশের হাতে এক পিতাকে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনায় রাতেই এএসআই আরিফ হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে।
শিবালয় থানার ওসি মো. শাহিন বলেন,"শনিবার সন্ধ্যায় এএসআই আরিফ হোসেন একজনকে থানার ভিতরে মারধর করেন।" ওই দিন তিনি থানায় ছিলেন না। এই ঘটনায় তাকে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ থেকে মাদারীপুর জেলায় বদলি করা হয়েছে।