ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে সিরাজদিখানে ছাত্রদলের মানববন্ধন

প্রকাশ : 2025-03-11 15:27:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে সিরাজদিখানে ছাত্রদলের মানববন্ধন

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি  মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   করেছে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল। আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সারে ১১ টায় বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ গেইটে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল  ও এই মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেরা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল আহব্বায়ক সদস্য অনন্যা রহমান অর্পা, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল আহব্বায়ক জসীম হাওলাদার।

মানববন্ধনে ছাত্রদলের নেতারা বলেন, দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারী ও বোনরা সম্ভ্রম রক্ষায় সবসময় রাজপথে থাকবে। দেশব্যাপী ধর্ষণের সিরিজ চলছে। ধর্ষণের বিচার দেখছি না। স্বাধীন বাংলাদেশে কোন নারী, কোন মা, কোন বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানাই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করুন।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিকান উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইমন তালুকদার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল সদস্য সচিব মোঃ মোস্তাক আহম্মেদ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল সদস্য সোহাগ সরদার,কনিকা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।