ধর্মকে হাতিয়ার করে বিভাজন, সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে জামায়াত: এনসিপি
প্রকাশ : 2025-12-08 18:45:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামের সম্প্রতি প্রকাশিত বিবৃতিকে প্রত্যাখ্যান করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।এনসিপি জানায়, জামায়াতের বক্তব্য বাস্তবতা-বিমুখ, রাজনৈতিক শিষ্টাচারবর্জিত এবং জনমত বিভ্রান্ত করার চেষ্টা।
এনসিপি মনে করছে, জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে তারা পুরোনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত।
সোমবার বিকেলে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়ে এসব বলা হয় হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সদস্যসচিব আখতার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ-নির্ভর মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল জামায়াতের কর্মী হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ শনাক্ত ও গ্রেফতার করেছে। এই স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর চেষ্টা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সহিংসতা, অস্ত্রনির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। এনসিপি জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।