দ্রুত ১০ লাখ টন গম রপ্তানির অনুমতি দিতে ভারতকে অনুরোধ বাংলাদেশের
প্রকাশ : 2022-06-12 15:02:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দ্রুত ১০ লাখ টন গম রপ্তানির অনুমতি দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে ভারতীয় সরকারকে জানানো হয়েছে, ভারত গম রপ্তানি নিষিদ্ধ করার আগেই বাংলাদেশি আমদানিকারকদের ঋণপত্র (এলসি) করা আছে।
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এসব কথা জানিয়েছে। এর একটি কপি ভারতীয় মন্ত্রণালয়টির হাতে আছে।
প্রতিবছর ভারত থেকে ৬৭ লাখ টন গম আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে ১২ থেকে ১৩ লাখ টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা হয়। আর ৫০ লাখ টনেরও বেশি দেশের বেসরকারি বাণিজ্যের মাধ্যমে করা হয়ে থাকে।
গত ২৫ মে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধি দল। এরপর গত ১৩ মের আগে ইস্যু করা এলসিগুলোর তালিকা তৈরি করা হয়। তাতে এই ১০ লাখ টন গম আমদানির কথা উল্লেখ রয়েছে।