দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে

প্রকাশ : 2022-03-18 14:08:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের চেষ্টার কমতি নেই। তারপরেও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্র অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি সমস্ত পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউ বেড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।