‘দ্য আগলি ডাকলিং অ্যান্ড মি’ সিনেমার বাংলা প্রিমিয়ার দূরন্ত টিভিতে

প্রকাশ : 2022-09-08 13:27:34১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

‘দ্য আগলি ডাকলিং অ্যান্ড মি’ সিনেমার বাংলা প্রিমিয়ার দূরন্ত টিভিতে

র‍্যাটসো নামের এক ইঁদুর দুর্ঘটনার কারণে পোল্ট্রি-ইয়ার্ডে এসে পড়ে। শর্ত সাপেক্ষে সেখানে থাকার অনুমতি পায় সে। তাকে সদ্য জন্ম নেওয়া বিকৃত হাঁসের ছানা আগলিকে লালন-পালন করতে হবে এবং হয়ে উঠতে হবে আদর্শ বাবা! এমনই এক প্রাণবিক ও মজার গল্পে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা ‘দ্য আগলি ডাকলিং অ্যান্ড মি’।

জনপ্রিয় এই সিনেমাটির বাংলা ডাবিং করে প্রচারের প্রস্তুতি নিয়েছে দুরন্ত টিভি। এমনটাই জানিয়েছেন চ্যানেলটির গণমাধ্যম মুখপাত্র মহসিনা আফরোজ।

তিনি আরও জানান, চ্যানেলটিতে ‘দ্য আগলি ডাকলিং অ্যান্ড মি’ সিনেমার বাংলা প্রিমিয়ার দেখা যাবে ৯ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১০টায়।

সিনেমার গল্পে আরও দেখা যাবে, আগলিকে সমাজে বসবাসের উপযোগী করে তুলতে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। স্কুলে যাওয়া নিয়ে আগলি খুব আগ্রহী হয়ে ওঠে। কিন্তু প্রথম দিন স্কুলে অন্য ছানাদের দ্বারা উত্যক্ত হয়ে সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। অথচ ইয়ার্ডে থাকতে হলে লাগবে স্কুলের প্রশংসাপত্র। ফলে র‌্যাটসো সেখান থেকে পালিয়ে আগলিকে নিয়ে ফান কার্নিভালে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়। শুরু হয় র‍্যাটসো  আর আগলির সংগ্রামের জীবন।