দ্বিতীয় মৃত্যুবা‌র্ষিকী‌তে সতীর্থ আবদুস সাত্তার দেওয়ানকে স্মরণ, গা‌ছের চারা-স্মারক বৃ‌ত্তি প্রদান

প্রকাশ : 2022-03-29 09:37:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দ্বিতীয় মৃত্যুবা‌র্ষিকী‌তে সতীর্থ আবদুস সাত্তার দেওয়ানকে স্মরণ, গা‌ছের চারা-স্মারক বৃ‌ত্তি প্রদান

সোমবার বি‌কে‌লে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচরস্থ ‌সোনারং তরুছায়া`র `বন্য চত্বর এ মুন্সীগঞ্জের ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুস ছাত্তার দেওয়ান আলালের দ্বিতীয় মৃত্যুবা‌র্ষিকী‌তে তারই বন্ধু কাজী হাসানের উদ্যোগে সতীর্থ বন্ধু আবদুস সাত্তার দেওয়ান (আলাল)কে স্মরণ, গা‌ছের চারা ও স্মারক বৃ‌ত্তি প্রদান করা হয়।

এ‌তে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আবদুস সাত্তার দেওয়ান (আলাল) এর সহধ‌র্মিনী, তার উ‌দ্যোগসঙ্গী, ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুল, মুন্সীগঞ্জ এর অধ্যক্ষ, নিউজ সে‌ভেন‌টি ওয়ান ডট টি‌ভির স্টাফ রি‌পোর্টার শাহনাজ বেগম হীরা ও ব্রিলিয়্যান্ট ক্যা‌ডেট কে‌জি স্কুল এর সহকারী শিক্ষক কাজী আল রে‌জিয়া নিপা।

আমার সতীর্থ বন্ধু মুন্সীগঞ্জস্থ ব্রিলিয়্যান্ট কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ আবদুস সাত্তার দেওয়ান (আলাল) ২০২০ সালের ২৮ মার্চ আমাদের সবাইকে শোকস্তব্ধ করে দিয়ে না ফেরার দেশে চলে যায়। ইতোমধ্যে তার সহধর্মিনী শাহনাজ বেগম ও ভাই ডা. হেলাল, আমার সহপাঠী প্রকৌশলী আরিফুল ইসলাম, ডা. মাহমুদ হাসান বাবু, সাইফুল ইসলাম কাঁকন ও আরও দু`একজন শুভানুধ্যায়ীর সহযোগিতায় সোনারং তরুছায়া পাঠাগার এ আবদুস সাত্তার দেওয়ান আলাল কর্নার তৈরি হয়েছে। 

আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন বি‌কে‌লে আলাল এর বিদেহী আত্মার শান্তি কামনা করে তার সহধর্মিনী শাহনাজ বেগম, সোনারং তরুছায়া ও সোনারং তরুছায়া পাঠাগার যৌথভা‌বে বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা ও বই উপহার দিই। শাহনাজ বেগম নবম শ্রেণির ছাত্রী আয়েশা রিম এর হা‌তে `আবদুস সাত্তার দেওয়ান বা‌র্ষিক স্মারক বৃ‌ত্তি`র নগদ অর্থ তু‌লে দেন!

এছাড়া এই স্মরণ অপরা‌হ্ণে শিক্ষানুরাগী‌ শাহনাজ বেগম ‌শিক্ষার্থীদের মা‌ঝে বইপড়া প্রতি‌যোগিতা আ‌য়োজন করার আহ্বান জানান। প্রতি‌যোগিতায় বিজয়ী‌দের তি‌নি পুরস্কৃত করবেন ব‌লে অঙ্গীকার ব্যক্ত ক‌রেন।