দ্বিতীয় টেস্ট চলার সময়ই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে, করোনায় আক্রান্ত ডোমিঙ্গো

প্রকাশ : 2022-04-11 10:47:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দ্বিতীয় টেস্ট চলার সময়ই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে,  করোনায় আক্রান্ত ডোমিঙ্গো

পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্ট চলার সময়ই দুঃসংবাদ এলো বাংলাদেশ শিবিরে। করোনায় আক্রান্ত হয়েছেন টাইগার দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

টেস্ট শুরুর একদিন আগে সর্দিজ্বরে আক্রান্ত হয়েছিলেন ডোমিঙ্গো। সেই সঙ্গে ছিল গলাব্যথাও। করোনার প্রায় সব উপসর্গ থাকায় পিসিআর পরীক্ষা করানো হয় তার। সেই পরীক্ষায় নেগেটিভ আসলেও  (রোববার) অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন তিনি।

পোর্ট এলিজাবেথ ডোমিঙ্গোর নিজের শহর। বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট খেলতে এখানে ৫ এপ্রিল আসলেও ডোমিঙ্গো আগের দিনই নিজের বাড়িতে চলে আসেন। আগে থেকেই কথা ছিল এই টেস্টের সময় টিম হোটেলে থাকবেন না এই কোচ।

অনুশীলন, খেলা সবকিছুতে থাকলেও পোর্ট এলিজাবেথে ডমিঙ্গোর ঠিকানা হবে তার নিজ বাড়ি। সেখানে টিম ম্যানেজমেন্ট সদস্যদের এক বেলা ডিনারেরও দাওয়াত দিয়ে রেখেছিলেন তিনি।

এর মধ্যে করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে আর দেখা যাবে না ডোমিঙ্গোকে। সম্ভবত নিজের বাাড়িতেই আইসোলেশনে থাকবেন প্রোটিয়া এই কোচ।