দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে শাহাজাদা প্যানেল জয়ী

প্রকাশ : 2022-07-25 21:07:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে শাহাজাদা প্যানেল জয়ী

  বগুড়ার শিবগঞ্জ উপজেলার দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য অভিভাবক সদস্য নির্বাচনে শাহজাদা প্যানেল জয়ী হয়েছে।

সোমবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে  উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোপ প্রদান করে।  এ নির্বাচনে বর্তমান সভাপতির আব্দুল হান্নান পরিবার প্যানেল ও শাহাজাদা প্যানেলের মধ্যে তিব্র  প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে মোট ভোটার ছিলেন ৩শত ১৪জন।
  
শাহাজাদা প্যানেলের অভিভাবক সদস্যদের মধ্যে ৪নং ব্যালটে ইউনুস আলী ১৪১ ভোট পেয়ে ১ম, ২নং ব্যালটে আব্দুর রশিদ ১৩৪ ভোট পেয়ে ২য়, ৭নং ব্যালটে তজমল হোসেন ১৩৪ ভোট পেয়ে ৩য় ও ৫নং ব্যালটে জামিরুল ইসলাম ১২৯ ভোট পেয়ে ৪র্থ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রুমি আকতার ১৪১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ।