দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধ
প্রকাশ : 2025-03-14 08:35:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের স্টাফ রিপোর্টার মনজুর হোসেন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, শফিক স্বপন, বেলাল রিজভী, সাগর হোসেন তামিম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যায়যায়দিনের শিবচর উপজেলা প্রতিনিধি এসএম দেলোয়ার হোসেন, রাজৈর উপজেলা প্রতিনিধি সোহেল আকাশসহ জেলার প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন, দেশের সংবাদপত্রের মধ্যে দৈনিক যায়যায়দিন পত্রিকা যথেষ্ট সুনামের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। একটি কুচক্রী মহলের কারনে এ পত্রিকার ডিক্লারেশন বন্ধ করা সরকারের সঠিক সিদ্ধান্ত হয়নি। অতি দ্রæত পত্রিকার ডিক্লারেশন চালু করার জন্য প্রধান উপদেষ্টাসহ সরকারের প্রতি মাদারীপুরের সাংবাদিক সমাজ আহবান জানায়।