দেশে করোনায় আজ তিনজনের মৃত্যু, শনাক্ত ৩২৭
প্রকাশ : 2022-03-10 19:00:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে।
একই সময় নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয় এবং ৩২৩ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশের ৮৭৮টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৯৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৭ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৬ লাখ ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে, একদিনে আলোচ্য সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে দুই হাজার ৪৭৯ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত তিনজনই পুরুষ। তাদের দু’জন ঢাকা বিভাগের ও একজন খুলনা বিভাগের বাসিন্দা।