দেশে ওমিক্রন ছড়িয়ে পড়লে ঘরে ঘরে রোগী হবে: আইইডিসিআর

প্রকাশ : 2022-01-04 14:21:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেশে ওমিক্রন ছড়িয়ে পড়লে ঘরে ঘরে রোগী হবে: আইইডিসিআর

করোনার ওমিক্রন ধরনে বিপর্যস্ত ইউরোপ। আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর হারও। এরই মধ্যে বাংলাদেশেও বাড়তে শুরু করেছে সংক্রমণ। গত বছরের নভেম্বরে শনাক্ত হন ৬,৭৪৫ জন। ডিসেম্বরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯,২৫৫ জনে। একই সাথে সংক্রমণ হার বেড়ে এখন ৩ শতাংশের কাছাকাছি।

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর। জানান, দেশে বিস্তৃতভাবে ওমিক্রণ ছড়িয়ে পড়লে ঘরে ঘরে রোগী থাকবে, চাপ পড়বে স্বাস্থ্য ব্যবস্থার ওপর।
 
আইইডিসিআর-এর এই কর্মকর্তা আরও বলেন, বর্তমান সময়ে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। দেশে করোনা সংক্রমণ বাড়ার সাথে ওমিক্রনের ধরণের কোন সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। করোনার থেকে সুরক্ষায় দ্রুত সময়ের মধ্যে সবাইকে টিকার আওতায় আনার পরামর্শ, আইইডিসিআর-এর।

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে পুরো বিশ্বেই আবার সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১০৬টি দেশে পৌঁছে গেছে ওমিক্রন। যুক্তরাষ্ট্র ও ইউরোপে এ ধরনটিরই প্রাধান্য দেখা যাচ্ছে এখন। বাংলাদেশে এ পর্যন্ত ১০ জনের মধ্যে ওমিক্রনের সংক্রমণের তথ্য পাওয়া গেছে। আক্রান্তরা ইউরোপ-আমেরিকা ও জিম্বাবুয়ে ফেরত এবং তাদের সংস্পর্শে যাওয়া।