দেশে এ পর্যন্ত ৭ জনের দেহে ওমিক্রন শনাক্ত
প্রকাশ : 2021-12-29 09:40:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
 
    
                            দেশে এ পর্যন্ত মোট ৭ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় একজন এবং রাতে আরও ৩ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। এছাড়া আগের দিন অর্থাৎ সোমবার একজন শনাক্তের তথ্য জানিয়েছিল জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।
নতুন শনাক্তদের মধ্যে একজনের নমুনার জিনোম সিকোয়েন্স আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) করে বলে জিআইএসএআইডির প্রতিবেদনে বলা হয়েছে।
 
দেশে গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে সফর থেকে ফেরা দুইজন নারী জাতীয় দলের ক্রিকেটারের প্রথম ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট ৭ জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হলো।
