দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.১

প্রকাশ : 2024-01-07 19:21:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.১

হীমকণ্যা খ্যাত পঞ্চগড়ে বইছে শৈত্য প্রবাহ। রবিবার (৭ জানুয়ারি) তাপমাত্রা কমে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ৯ দশমমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার সারা দিন প্রচন্ড শীত অনুভূত হয়। সকালে সূর্যের দেখা মিললেও কমাতে পারেনি শীতের দাপট। চারদিন ধরে জেলায় ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। 

তবে শীত উপেক্ষা করে মাঠে ঘাঠে দেখা গেছে কৃষান কৃষানীদের কাজ করতে। অনেকে গম ক্ষেত্রে নিরানীর কাজে ব্যস্ত। এছাড়া পাথর ও চা শ্রমিকরা নিত্যদিনের মতো কাজে যোগ দেন।

তেতুঁলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ভোর থেকে কুয়াশা পড়বে। এখন মৃদৃ শৈত্য প্রবাহ চলছে। এমন অবস্থা জানুয়ারি মাস জুড়ে চলবে।