দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশ : 2025-12-06 16:29:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

 পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ক্রমেই কমতে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে তেতুঁলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।পঞ্চগড় জেলার তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, শুধু মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার পারদ নামলেই শুরু হকে মৃদু শৈত্য প্রবাহ।

উত্তরের হিমেল বাতাসের কারণে গত সাত দিনে সর্বনি¤œ তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল। শুক্ররবার (৫ ডিসম্বের) সর্ব নি¤œ তাপমাত্রা রের্কড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯২%।তবে শনিবার সকল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৫ % ।

এর আগে এ মৌসুমের সর্ব নি¤œতাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহষ্পতিবার (৪ ডিসেম্বর) সর্ব নি¤œতাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, বুধবার (৩ ডিসেম্বর) ১২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (২ ডিসেম্বর) ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (১ ডিসেম্বর) ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রবিবার(৩০ নভেম্বর) ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, শনিবার (২৯ নভেম্বর) ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা যায়,গত এক সপ্তাহে বাতাসের আদ্রতা ৫৯% থেকে ১০০% ঘরে অবস্থান করছে। শুক্ররবার (৫ ডিসেম্বর) তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ২৭ ডিগ্রি সেলসিয়াস।এদিন সকাল ৬ টায়  বাতাসের আদ্রতা ছিল ১০০% এবং সকাল ৯ টায় ছিল ৯২%। দুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা অপরিবর্তিত হয়ে আছে। অর্থাৎ ৫ ও ৬ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

 এদিকে এই কয়েকদিনের রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হাল্কাা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সাথে সাথে কমতে থাকে শীতের অনুভূতি। শনিবার (৬ডিসেম্বর) এমনটা লক্ষ্য করা গেছে।সকালেও সূর্য উদয়ের পর পরেই শীতের অনুভূতি অনেকটাই কমতে থাকে।

দিনের বেলায় ঝলমলে রোদ্রে জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত স্বস্তি পাওয়া গেলেও পড়ন্ত বিকেলে আবারো শুরু হয় শীত।ফলে হারঁকাপানো শীত অনূভ’ত হয়। এতে কলে কাজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে দেখা দেয় দূর্ভোগ।

 এব্যাপারে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, চলতি মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় শনিবার সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই কর্মকর্তা জানান, চলতি ডিসেম্বর মাসে একাধিক শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।
 
এদিকে শীত জনিত রোগে শিশু ও বয়স্করা সহ নানা বয়সী মানুষ চিকিৎসকের সরানাপন্ন হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর ভীর বাড়ছে। এছাড়া গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতার সংখ্যা।