দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে
প্রকাশ : 2025-12-28 14:33:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৪ সাল থেকে নিকলীতে আবহাওয়া পর্যবেক্ষণাগারের কাজ শুরু হয়েছে। গত বছরও শীতে দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে। আজ এ বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে।
এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত ঠান্ডার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবযাপন করছেন তারা। অতিরিক্ত ঠান্ডায় কষ্টে রয়েছে গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী ও পাখিরা।
প্রভাব পড়েছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠান্ডায় ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কা/আ