দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে যশোর
প্রকাশ : 2023-01-08 12:09:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
যশোর ও চুয়াডাঙ্গায় রবিবার (০৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই দুই জেলাতেই জেঁকে বসেছে শীত। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। সকালেও সড়কে আলো জ্বেলে চলছে যানবাহন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েকদিন ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। এই শীত মৌসুমে যশোরে আজ সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দিনের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আরও কয়েকদিন একই ধরনের তাপমাত্রা থাকতে পারে।